সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / সারিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান

সারিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান

রহিদুর রহমান মিলন,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দিতে হাটশেরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৪ পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সানওয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার ( ১লা ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের বিদায়ী পরীক্ষার্থীদের আয়োজনে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও এমপি পুত্র মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, হাটশেরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল আলম শেখ জুয়েল, হাটশেরপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আল ওয়াকী শিলু ও ম্যানেজিং কমিটির সদস্য শওকত আলী প্রমুখ। বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন স্বর্ণা আক্তার, বিদায়ী পরীক্ষার্থীর মানপত্র পাঠ করেন হামিম কাউসার উদয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম।

অপরদিকে মথুরাপাড়া আনিলা জাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে একই দিন সকাল ১১ টায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন। বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, কর্ণিবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি তুহিন মন্ডল, কুতুবপুর ইউপি সদস্য আসাদুজ্জামান সান্টু, আইয়ুব আলী তরফদার, মহিলা সংরক্ষিত সদস্য শিরিনা আক্তার প্রমুখ। সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, অভিভাবক বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Check Also

সারিয়াকান্দিতে বজ্রপাতে নিহত ১, আহত ২

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ১ জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 9 =

Contact Us