Home / বগুড়ার খবর / শেরপুর / আগামী বছরের মধ্যে শতভাগ মানুষ ভাতার আওতায় আসবে- মজিবর রহমান মজনু এমপি

আগামী বছরের মধ্যে শতভাগ মানুষ ভাতার আওতায় আসবে- মজিবর রহমান মজনু এমপি

শেরপুর নিউজ: বগুড়া-৫ (শেরপুরÑধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু বলেছেন, সরকার গরীব-দু:খী মানুষের পাশে রয়েছে। এজন্য মানুষের দুর্দশা লাঘবের জন্য সরকার ৮ ধরনের ভাতা দিচ্ছে। এ বছর যারা বয়স্কভাতা-বিধবাসহ অন্যান্য ভাতার জন্য আবেদন করেছে তাদের অধিকাংশই ভাতা পাবে। আগামী বছরের মধ্যে শতভাগ মানুষকে এ ধরনের ভাতা দেয়া সম্ভব হবে ইনশাআল্লøাহ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শেরপুর শহরের টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ চত্বরে শেরপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।

শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সারওয়ার রহমান মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম হোসনের পরিচালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ সভাপত আলহাজ¦ শাহজামাল সিরাজী, সহ সভাপতি আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রায় দুই শতাধিক শীতার্ত নারী পুরুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়।

Check Also

শেরপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

ষ্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাই সাইকেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 11 =

Contact Us