Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ১৯

বগুড়ায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ১৯

শেরপুর নিউজ ডেস্ক:বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে ১৯জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ নানাভাবে অসদুপায় অবলম্বন করায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর( তদন্ত) শাহীনুজ্জামান।

জানা গেছে, আটকদের মধ্যে এপিবিন পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে ১ জন, সরকারি আজিজুল হক কলেজ থেকে ৪ জন, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ থেকে ৩ জন, বগুড়া সিটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ থেকে ১ জন, বগুড়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ১ জন, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে ১ জন, বগুড়া সরকারি কলেজ থেকে ১ জন এবং বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ৪ জন রয়েছেন৷

ইন্সপেক্টর শাহীনুজ্জামান জানান, মামলা যেহেতু হয়নি তাই সবার নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে মামলা রেকর্ড এর পর তাদের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

Check Also

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পাচ্ছেন যারা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eleven =

Contact Us