শেরপুর নিউজ ডেস্ক: নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সাগরিকার জোড়ায় নেপালকে হারিয়ে স্বাগতিকরা দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে। বিরতির আগে দুই গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধেই বাংলাদেশ অন্তত ৫টি গোলের দেখা পেতে পারতো। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি। তবে জাল কাঁপাতে পেরেছে মাত্র দু’বার।
জোড়া গোলের পর সাগরিকা সুযোগ পেয়েও হ্যাটট্রিক পূর্ণ করতে পারেননি। বাংলাদেশ পারেনি গোল ব্যবধান বাড়াতে। প্রথম ম্যাচেই তাই ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। এর আগে দিনের প্রথম ম্যাচে ভারত ১০-০ গোলে ভুটানকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে। রবিবার বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।
এর আগে ২০২১ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সাফের শিরোপা জিতেছিল গোলাম রব্বানীর অধীনে। তার অধীনে মেয়েদের জাতীয় দল জিতেছে সাফ শিরোপা। আছে বয়সভিত্তিক আরো কিছু সাফল্য। গোলাম রব্বানীর পদত্যাগের পর গত সেপ্টেম্বরে মেয়েদের ফুটবলের দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ সাইফুল বারী। সাফ কিংবা ঘরের মাঠে আন্তর্জাতিক টুর্নামেন্টে বরাবরই বাংলাদেশ নারী ফুটবল দল থাকে বাফুফের ক্যাম্পে।
গত বছরের জুলাইয়ে নেপালের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচের জন্য ক্যাম্প ছেড়ে পাঁচতারকা হোটেলে উঠেছিলেন সাবিনা খাতুনরা। এর আগে এবং পরে মেয়েদের যত টুর্নামেন্ট বা ম্যাচ হয়েছে, সব কটিতেই ফুটবলারদের রাখা হয়েছে ফুটবল ফেডারেশনের ভবনে অবস্থিত ক্যাম্পে। এবার সাফকে সামনে রেখে পাঁচতারকা হোটেলে উঠেছে বাংলাদেশ অনূধ্ব-১৯ নারী ফুটবল দল।
২০২১ সালের ডিসেম্বরে ঢাকায় বসেছিল সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। ওই আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ দুইবার হারিয়েছিল ভারতকে। লিগ পর্বে ও ফাইনালে বাংলাদেশের জয়ের ব্যবধান ছিল ১-০। ওই আসরে নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপাল গোলশূন্যভাবে আটকে দিয়েছিল স্বাগতিক মেয়েদের। শুরুর ধাক্কা কাটিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত শিরোপা জয়ের উদ্যাপন করেছে। আজ টুর্নামেন্টের দ্বিতীয় আসরে নেপালকে ৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।