শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও খাবার হোটেল উ”েছদ করতে অভিযান চালিয়েছে শেরপুর হইওয়ে পুলিশ । রোববার বেলা ১১ থেকে মির্জাপুর বাজার এর সামনে থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর দেড়টা পর্যন্ত ৪শ মিটার রাস্তার শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ (ওসি) আবুল ফয়সল। এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট মাসুদ রানা, ফরিদুজ্জামানসহ অন্যন্য পুলিশ কর্মকর্তা। আবুল ফয়সল বলেন, বেশ কয়েকদিন যাবত মির্জাপুর বাজার এলাকায় মহাসড়কের রাস্তা অবৈধভাবে দখল করে বিভিন্ন ধরনের দোকানাপাট, খাবার হোটেল গড়ে তুলেছিল যার ফলে গাড়ি চলাচলে নানা সময় দূর্ঘটনা ও রাস্তায় যানযটের সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বে দোকান পাট অন্যত্র সড়ানোর জন্য বেশ কয়েকদিন ধরে তাদের বলা হলেও কোন কর্নপাত করেনি দোকান মালিকরা। পূর্বের ঘোষণা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘হাইওয়ে মহাসড়কের ধুনটমোড়, শেরুয়াবটতলা এলাকাসহ হাইওয়ে মহাসড়কের পুরো এলাকায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ‘আমরা অভিযান শুরু করার আগে ব্যবসায়ীদের সময় বেঁধে দিয়েছিলাম। অনেকেই তাদের মালামাল সরিয়ে নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, একটি চক্র হাইওয়ে মহাসড়কে ও রাস্তায় দোকান বসিয়ে প্রতিদিন এখান থেকে চাঁদা আদায় করে। হকার উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন বেশিরভাগ মানুষ। মহাসড়কে দোকান পাট ও খাবার হোটেল না থাকাই ভাল।’
Check Also
বগুড়ায় সাবেক এমপি জিন্নাহসহ ১৬৮ জনের নামে হত্যাচেষ্টা মামলা
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরের বড়গোলা এলাকায় ককটেল বিস্ফোরণ ও গুলি …