সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। রবিবার (০৪ ফেব্রুয়ারি) রাতে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত হয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যদের।
এই জয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালে নাম লেখালো সাবেক চ্যাম্পিয়নরা। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে অপেক্ষায় রইলো ভারত। লিগপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার বিকেলে নেপালের মুখোমুখি হবে ভারত। ফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। আর রাতে নিয়মরক্ষার ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে গত বছর অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের এ প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে শিরোপা জয়ের পথে রাউন্ড রবিন লিগে ভারতের সঙ্গে গোলশুন্য ড্র করেছিল বাংলাদেশ। ২০২২ সালে অবশ্য তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। সেবার অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের প্রতিযোগিতায় গ্রুপ পর্ব ও ফাইনাল-দুই ম্যাচেই ভারতের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

Check Also

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =

Contact Us