শেরপুর নিউজ ডেস্ক: সীমান্তে চলমান মিয়ানমার ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। মিয়ানমারেরও প্রতিবেশী দেশ ভারত। দিল্লি সফরে ভারতের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা হবে। যেহেতু বর্তমানে মিয়ানমার ইস্যু এসেছে, তাই এ বিষয়টি নিয়ে আলোচনাটা স্বাভাবিক।
মন্ত্রী জানান, এখন পর্যন্ত ২২৯ জন মিয়ানমারের বিজিপি ও তাদের পরিবারের সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এ ছাড়া তাদের ছোড়া মর্টার শেলে বাংলাদেশের সীমানায় দুজন নিহত হয়েছেন। এজন্য আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতে অং কিউ মোয়েকে তলব করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ রাতে দিল্লি সফরের উদ্দেশে রওনা করবেন মন্ত্রী।