সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / মন্ত্রিসভা সম্প্রসারণ: অর্থ প্রতিমন্ত্রী হতে পারেন ড. কায়কাউস?

মন্ত্রিসভা সম্প্রসারণ: অর্থ প্রতিমন্ত্রী হতে পারেন ড. কায়কাউস?

শেরপুর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমেদ কায়কাউস পদত্যাগ করেছেন। সরকার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে গত বুধবার। এর ফলে ড. কায়কাউসের সঙ্গে সরকারের যে চুক্তি তার অবসান ঘটলো। তবে, বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছেন তা চূড়ান্তভাবে অনুমোদিত হবে বিশ্বব্যাংকের বোর্ড সভায়। খুব শীঘ্রই বিশ্বব্যাংকের বোর্ড সভায় বিষয়টির চূড়ান্ত ফয়সালা হবে বলে জানা গেছে।
ড. আহমেদ কায়কাউস অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন এমন গুঞ্জন রয়েছে সরকারের নীতি নির্ধারক মহলে। আর এই কারণেই তার পদত্যাগের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে সরকার। ড. কায়কাউস অর্থনীতি বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং আমলাদের মধ্যে একজন মেধাবী আমলা হিসেবে তিনি পরিচিত এবং সরকারের নীতি নির্ধারক মহলেও ঘনিষ্ট। আহমেদ কায়কাউসের সঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণে আরও বিভিন্ন নেতা এবং ব্যাক্তিদের কথা শোনা যাচ্ছে।
সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। ইতোমধ্যে সংসদের সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্তের প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগ তার মনোনয়ন বাছাই চূড়ান্ত করবে। এরপর ১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওইদিনই বোঝা যাবে সংরক্ষিত আসনে কারা সংসদ সদস্য হতে যাচ্ছেন। সংরক্ষিত আসনের ৫০ জন শপথ নেওয়ার পর মন্ত্রিসভা সম্প্রসারণ করা হতে পারে, এমন গুঞ্জন রয়েছে শাসক মহলে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ১০ থেকে ১২ জন নতুন মন্ত্রী মন্ত্রিসভায় অন্তুর্ভূক্ত হতে পারেন। যাদের নিয়ে প্রত্যাশা বেশি তাদের মধ্যে রয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মির্জা আজম, এস এম কামাল হোসেন। এছাড়াও রাজনীতিক নেতাদের বাইরে বেশ কিছু নতুন মুখ মন্ত্রিসভায় আসতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, সংরক্ষিত আসনে যারা সংসদ সদস্য হচ্ছেন তাদের মধ্যে থেকে অন্তত দুইজন নতুন মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হতে পারেন। এদের মধ্যে ডা. রোকেয়া সুলতানা যিনি আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। এছাড়াও রেজওয়ানা চৌধুরী বন্যা সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, এমন গুঞ্জন রয়েছে। যারা সংসদ সদস্য তাদের মধ্যে আবুল কালাম আজাদ মন্ত্রী হতে পারেন এমন গুঞ্জনও রয়েছে। রংপুর থেকে একজন প্রতিমন্ত্রী হচ্ছে, এটি মোটামুটি নিশ্চিত। এছাড়াও চট্টগ্রামে একজন বরেণ্য রাজনীতিবিদের কন্যাও মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে, এই বিষয়গুলোর সবকিছুই চূড়ান্ত হবে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর।

প্রসঙ্গত যে, সংবিধান অনুযায়ী মন্ত্রিসভা চূড়ান্ত করার ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সংবিধান প্রধানমন্ত্রীকে এ বিষয়ে একক ক্ষমতা দিয়েছে। কাজেই তিনি কাকে, কিভাবে মন্ত্রী করবেন সেটি তার একান্ত নিজস্ব বিষয়। তবে, রাজনৈতিক আলোচনায় বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা বেশ জমজমাট। কারা মন্ত্রী হচ্ছেন? কাদের মন্ত্রী হওয়া উচিৎ? এ নিয়ে আওয়ামী লীগের নেতাদের বাহাস প্রতিদিন বাড়ছেই।

Check Also

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

শেরপুর নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করেছেন ঢাকায় নিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 7 =

Contact Us