শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজরে শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু বলেছেন, এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে। সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সমাজের প্রতিটি পরিবারের অভিভাবকদের নজর রাখতে হবে তাদের সন্তানরা কোথায় যাচ্ছে কোন বন্ধুর সাথে মেলামেশা করছে। সেই বন্ধু মাদকাসক্ত কি-না সেদিকে নজর রাখতে হবে। আপনার সন্তান সুস্থ দেহের অধিকারী হবে এবং সমাজ ও জাতি মাদকমুক্ত হবে।
বগুড়ার শেরপুর উপজেলার কচুয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ১০ ফেব্রুয়ারি শনিবার ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কচুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ম্যানেজিং কমিটির সভাপতি আবু হাসান উজ্জলের সভাপতিত্বে আনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে বক্ত্যব্যদেন বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান খান,সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান,প্রধান শিক্ষক মো: আব্দুল লতিফ,বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রজব আলী ,সাবেক প্রধান শিক্ষক সিরাজুল হ্ক চান প্রমুখ। আনুষ্ঠান পরিচালনা করেন তরুন সমাজসেবক পাভেল আহম্মেদ।
Check Also
শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন …