সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন আসিফ আলি জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন আসিফ আলি জারদারি

শেরপুর ডেস্ক: পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন আসিফ আলি জারদারি। গত মঙ্গলবার পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দেশের রাষ্ট্রপতি পদে জারদারিকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬০ ঘণ্টা পর প্রকাশিত ফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০২টি আসন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৪টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি। এ ছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে জয়ী হয়েছে। অন্য দলগুলো পেয়েছে ১৭টি আসন। পাকিস্তানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৪ আসন। কিন্তু কোনো দলই এই সংখ্যায় না পৌঁছানোয় এখন জোট সরকার গঠন করেন দেশটির রাজনীতিবিদরা।

সরকার গঠনের জন্য নওয়াজ শরিফের দল পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি নিজেদের মধ্যে যোগাযোগ করছিল। সরকার গঠনে ঐকমত্যে পৌঁছালেও সমস্যা হচ্ছিল প্রধানমন্ত্রী পদ নিয়ে। পিপিপির দাবি, প্রধানমন্ত্রী হতে হবে বিলাওয়াল ভুট্টোকে। তবে পিএমএল-এন চাইছিল শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করতে, আর মরিয়ম নওয়াজ হবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। অবশেষে সেই অচলাবস্থা কেটেছে। বিলাওয়াল ভুট্টো জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন না। এরপর শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেয় পিএমএল-এন। এবার জানা গেল প্রেসিডেন্ট প্রার্থীর নাম।

জানা গেছে, পিপিপি, পিএমএল-এন এর এই জোটে যোগ দিচ্ছে পিএমএল-কিউ, আইপিপি, বিএপি ও এমকিউএমপি। গতকারের পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) এর আদলে সরকার গঠন করবে।

৬৮ বছর বয়স্ক আসিফ জারদারি ২০০৮-২০১৩ মেয়াদে পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন। জারদারি-বেনজির ভুট্টো দম্পতির তিন সন্তান রয়েছে— বিলাওয়াল ভুট্টো-জারদারি, আসিফা ভুট্টো জারদারি, বখতাওয়ার ভুট্টো জারদারি।

Check Also

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে!

শেরপুর নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন পার হলেও বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − fourteen =

Contact Us