সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / সমকামী বিয়ের বৈধতা দিল গ্রিস

সমকামী বিয়ের বৈধতা দিল গ্রিস

শেরপুর ডেস্ক: খ্রিস্টান অর্থোডক্স সংখ্যাগরিষ্ঠ প্রথম দেশ হিসেবে সমকামী বিয়েকে বৈধতা দিয়েছে গ্রিস। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ বিষয়ে ভোটের পরে সমকামী দম্পতিরা এখন সন্তান দত্তক নেওয়ার আইনত অধিকার পাবেন। প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেছেন, নতুন আইন সাহসীভাবে একটি গুরুতর অসমতা দূর করবে।

তবে সমকামী বিয়ের বৈধতার বিরুদ্ধে অর্থোডক্স চার্চের নেতৃত্বে এথেন্সে তীব্র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সিনটাগমা স্কোয়ারে প্রতিবাদ সমাবেশে অনেকেই বাইবেলের অনুচ্ছেদ থেকে পাঠ করেছেন। অর্থোডক্স চার্চের প্রধান আর্চবিশপ আইরনিমোস বলেছেন, এই ব্যবস্থা মাতৃভূমির সামাজিক সংহতিকে কলুষিত করবে।

Check Also

ফ্রান্সের কাছ থেকে ২৬ টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত

  শেরপুর নিউজ ডেস্ক: ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ভারত। দুই দেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us