সর্বশেষ সংবাদ
Home / পরিবেশ প্রকৃতি / সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়েছে আমের মুকুল

সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়েছে আমের মুকুল

শেরপুর ডেস্ক: ঋতুরাজ বসন্তের শুরুতে প্রকৃতিতে যেন রঙে আগুন লেগেছে ফাগুনে। আর শীতের খোলস ছাড়িয়ে নবরূপে সেজেছে বৃক্ষরাজি। এরই মাঝে সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়েছে আমের মুকুল। এ মুকুলের মৌ-মৌ গন্ধে মুগ্ধ হয়ে উঠেছে গাইবান্ধার মানুষ।

শহরে আর গ্রামাঞ্চলের বাসা-বাড়িতে রোপণ করা আম গাছগুলোতে ফুটতে শুরু করেছে মুকুল। শুধু বাসা-বাড়িতেই নয়, অনেকে বাণিজ্যিকভাবে করছেন আম বাগান। এছাড়া অফিস-আদালত কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা আম গাছেও দোলা দিচ্ছে মুকুল। এখন প্রকৃতির খেয়ালে স্বর্ণালিরূপ ধারণ করেছে আবহমান গ্রামবাংলা।

গত বছরের তুলনায় চলতি বছর প্রতিটি আমগাছে আশানুরূপ মুকুল আসতে শুরু করেছে। এসব মুকুল থেকে বেশি পরিমাণ আম পাওয়ার আশায় ইতোমধ্যে গাছগুলোতে ঔষধ প্রয়োগসহ নানামুখী পরিচর্যা গ্রহণ করছে।

আব্দুল মতিন বলেন, গাইবন্ধায় এমন কোনো বাড়ি নেই যে, যাদের বাড়িতে আমগাছ নেই। প্রতিটি বাড়িতে ছড়িয়ে পড়ছে আমের মুকুল। শুধু আমের মুকুলই নয়, কাঁঠাল, লিচু, লেবু প্রভৃতি ফলের গাছের মুকুলের ঘ্রাণে চারিদিকে সুবাতাস বইছে। এসব মুকুলে সুবাস যেন মুগ্ধ করে তুলেছে মানুষকে।

আনজারুল ইসলাম বলেন, কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে আম চাষ করা হচ্ছে। বিদেশি জাতের আমগাছগুলোতে পর্যাপ্ত পরিমাণ মুকুল এসেছে। আবহাওয়া অনুকূল থাকলে বাম্পার ফলন পাওয়া যেতে পারে।

Check Also

শক্তিশালী ৪ ঘূর্ণিঝড় একসঙ্গে ধেয়ে আসছে

শেরপুর নিউজ ডেস্ক: একসঙ্গে ধেয়ে আসছে ৪টি শক্তিশালী ঘূর্ণিঝড়। বর্তমানে ঘূর্ণিঝড়গুলো প্রশান্ত মহাসাগরে ঘূর্ণায়মান অবস্থায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =

Contact Us