সর্বশেষ সংবাদ
Home / স্বাস্থ্য / ভয়ভীতি মুক্ত থেকে কাজ করে যাব: স্বাস্থ্যমন্ত্রী

ভয়ভীতি মুক্ত থেকে কাজ করে যাব: স্বাস্থ্যমন্ত্রী

শেরপুর ডেস্ক: মানুষের সেবায় নিরপেক্ষ ও ভয়ভীতি মুক্ত থেকে কাজ করে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন মানুষের সেবা করার জন্য। আমি কোনো রাজনৈতিক নেতা নই, আমি নির্বাচনও করিনি। মানুষের সেবায় আমি আমার কাজ নিরপেক্ষ ও ভয়ভীতি মুক্ত থেকে করে যাব।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কক্সবাজারে কর্মরত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জেলা ও বিভাগীয় পর্যায়ের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার্থীদের মনোযোগের সঙ্গে পড়াশোনা করার মাধ্যমে প্রথমত ভালো চিকিৎসক হতে হবে। এরসঙ্গে শিক্ষার্থীদের অবশ্যই সৎ ও আদর্শিক মানসিকতা নিয়ে ডাক্তারি পেশায় নিজেকে নিযুক্ত করতে হবে। আমরা শুধু হাজার হাজার ডাক্তার চাই না, আমরা চাই ভালো ডাক্তার এই কথাটির অর্থ শিক্ষার্থীদের বুঝতে হবে।

এ সময় মন্ত্রী কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজ অচিরেই শুরু করা হবে বলে জানান।

জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নানা বিষয়ে দিকনির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে নিজ নিজ কর্মক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান।

সভায় কক্সবাজার-৩ আসনের সাংসদ এবং জাতীয় সংসদ হুইপ সাইমুম সরওয়ার কমল, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এর সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মহাপরিচালক সাহান আরা বানুসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল কক্সবাজারে চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে জেলাবাসীর দাবি উপস্থাপন করেন।

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী ৩ দিনের সফরে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কক্সবাজার যান। সফরের প্রথম দিন তিনি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন ওজিএসবি-এর ৫০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩২তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

সফরের দ্বিতীয় দিন ১৬ ফেব্রুয়ারি সকালে চিকিৎসক অধ্যক্ষ সম্মেলন উদ্বোধন করে দেশের সকল মেডিকেল কলেজ এর অধ্যক্ষদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। মন্ত্রী তার বক্তব্যে চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে তার প্রত্যয় ব্যক্ত করেন। এদিন বিকালে মন্ত্রী কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে অবস্থিত ইউনিয়ন হসপিটাল লিমিটেড এবং ২৫০ শয্যা কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বেসরকারি হাসপাতালটির বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন। হাসপাতালটি তার লাইসেন্স এর পরিধি বহির্ভূতভাবে আইসিইউ, সিটি স্ক্যান মেশিন, অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ রুমসমূহ পরিচালনা করে আসছিল বিধায় হাসপাতালটির এসব সেবা বন্ধ করার নির্দেশ প্রদান করেন। সেইসঙ্গে হাসপাতালের আইসিইউ এবং পোস্ট অপারেটিভ রুমে ভর্তিকৃত রোগীদের জরুরি ভিত্তিতে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা দেন।

পরবর্তীতে মন্ত্রী ২৫০ শয্যা কক্সবাজার জেলা সদর হাসপাতাল এর জরুরি বিভাগ, মহিলা মেডিসিন বিভাগ, সিসিইঊ, শেখ রাসেল নবজাতক সেবা ইউনিট (স্ক্যান) তে রোগী ও দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। মন্ত্রী হাসপাতালেই সব পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হাসপাতালের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সফরের শেষ দিন ১৭ ফেব্রুয়ারি সকালে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জরুরি বিভাগ, আউটডোর ও ইনডোর রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার উপর জোর আরোপ করেন।
এরপর মন্ত্রী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন।

Check Also

ঋতু পরিবর্তনে বাড়ছে সর্দি-জ্বর-কাশি

শেরপুর নিউজ ডেস্ক: প্রকৃতিতে আসি আসি করছে শীত। ঋতু বদলের এই সময়টাতে ধুলাবালি বেশি থাকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =

Contact Us