শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে স্বত্তদখলীয় জমি থেকে জোরপুর্বক গাছ ও বেড়া কর্তনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উক্ত সম্পত্তির উপর ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত বগুড়ায় আবেদন করা হয়েছে।
অভিযোগ করেছেন শেরপুর উপজেলার টাউনকলোনী গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো. শামীম হোসেন বাবলু।
তিনি অভিযোগ করেন, শেরপুর উপজেলার পোশী মৌজায় ১১ শতক জমি আমি নাবালক থাকা অবস্থায় মালিক হই। কিন্তু যা দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছি। কিন্তু জাল দলিল দেখিয়ে কতিপয় ব্যক্তি উক্ত জমির মালিকানা দাবী করে দখলের চেষ্টা করে।
সম্পত্তি ওই ব্যক্তিরা জমিতে লাগানো অর্ধশতাধিক গাছ উপড়ে ফেলে এবং বেড়া ভেঙ্গে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। তাছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতেও ১৪৪ও ১৪৫ ধারায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে তিনি জানান।