শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মত তিনদিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত আলহাজ¦ শাহজামাল সিরাজী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সুমন জিহাদী।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, সহকারি কমিশনার ভূমি এসএম রেজাউল করিমসহ শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. ওবাইদুল ইসলাম।
মেলায় ১৩টি ষ্টলে শেরপুর লেখক সংঘ, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বই নিয়ে অংশ নিচ্ছে। এছাড়া আলোচনা সভার পর মেলা প্রাঙ্গণে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।