শেরপুর নিউজ ডেস্কধ ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ইংরেজিতে থাকা ভূমিবিষয়ক পুরনো আইনকানুন ও বিধিবিধান বাংলায় রূপান্তরের কাজ চলছে।
গতকাল রাজধানীর একটি হোটেলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ-ট্রাব ও স্মার্ট বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়ে মহান একুশে ফেব্রুয়ারি আজ সারাবিশ্বের সব নাগরিকের সত্য ও ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার প্রেরণার উৎস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমপি শাহজাহান খান, এমপি মহিউদ্দীন মহারাজ, রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান প্রমুখ।