সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / বিএনপির অপরাজনীতি দেশের মানুষের কাছে পরিষ্কার: নাছিম

বিএনপির অপরাজনীতি দেশের মানুষের কাছে পরিষ্কার: নাছিম

শেরপুর ডেস্ক:বিএনপির অপরাজনীতি এখন দেশের মানুষের কাছে পরিষ্কার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন সম্পর্কে দেশের মানুষের ধারণা রয়েছে। তারা আন্দোলনে ডাক দেয় কিন্তু আন্দোলনে নামে না। দেশের জনগণ তাদের সমর্থন করে না।


মুক্তিযুদ্ধে প্রথম শহীদ ফরুক ইকবালের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (৩ মার্চ) রাজধানীর মৌচাকে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন নিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি নেতারা আরাম-আয়েশে সময় কাটায় আর কর্মীরা নেতাদের বিশ্বাস করে না। আবার নেতারা তাদের কর্মীদের বিশ্বাস করে না। এটাই আমরা বারবার দেখেছি।


আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ফৌজদারি অপরাধ করায় পুলিশ দেখলে ভয় পায়। এটা খুব স্বাভাবিক বিষয়। এদের নেতারা আবার বড় বড় কথা বলে। বিএনপি বলে পুলিশ ছাড়া আসলে নাকি তারা আওয়ামী লীগকে দেখিয়ে দেবে।

ব্যাপারটা কিন্তু একধরনের বিএনপি নেতাদের ফোবিয়ায় পরিণত হয়েছে। তারা পুলিশকে ভয় পায় বলে বারবার পুলিশের ওপর দোষ চাপায়। যারা অপরাধী তারাই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের মানুষ এখন আর বিএনপি-জামায়াতকে পছন্দ করে না। এর জন্য তাদের আন্দোলন সফল হয়নি, বারবার ব্যর্থ হয়েছে।

এই ব্যর্থতার দায়ভার তারা দেশের জনগণ ও আওয়ামী লীগের ওপর চাপাতে চায়। এ জন্য তারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। এদের সঙ্গে নিয়ে দেশবিরোধী রাজনীতি করে। দেশের মানুষ এদের আর আশ্রয় ও সমর্থন দেবে না। এটি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত, যা বারবার প্রমাণিত হচ্ছে। এ কারণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বারবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন।’
দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে বেশি মুনাফা লাভ করে তারা দেশবিরোধী ও দেশদ্রোহী। সব ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে জড়িত না। যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে কষ্ট দেয় তাদের বিপক্ষে আমরা সব সময় সোচ্চার। তাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করা দরকার।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সরকার আন্তরিকভাবে দ্রব্যমূল্য কমানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে আন্তরিকতার কোনো অভাব নেই। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় জিনিসপত্রের দামও বৃদ্ধি পেয়েছে। দেশের মানুষ কষ্টে আছে, এটি আমরা স্বীকার করে নিয়েই দ্রব্যমূল্য কমানোর চেষ্টা করছি। যারা মানুষের দুঃখকষ্টকে নিয়ে রাজনীতি করে, মানুষকে বিপথগামী করতে চায় তাদের হাত থেকেও দেশের মানুষ মুক্তি পেতে চায়।’

Check Also

জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম

শেরপুর নিউজ ডেস্ক: জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিতে ব্যাপক পরিবর্তন আসেছে। গত ৫ আগস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =

Contact Us