শেরপুর নিউজ ডেস্ক: আজ রক্তাক্ত ভূইয়াগাঁতী দিবস । সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৬ই মার্চ এই দিনটি ভয়াল রক্তাক্ত ভূইয়াগাঁতী দিবস পালিত হয়।
১৯৯৬ সালের ৬ই মার্চ ভূইয়াগাঁতীতে বিএনপির একদলীয় প্রহসনের নির্বাচন প্রতিহত ও তত্ত্বাবধায়ক সরকার এর দাবি আদায় আন্দোলনে বিডিআরের নির্বিচার গুলিতে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ৪ ছাত্রনেতা জসমত, আনন্দ, বুলবুল ও রানা শহীদ হয়। গুলিতে আহত হয় শফি ও ইমতিয়াজ আহমেদ জিয়া। সেদিন ৪ ছাত্রনেতা নিহত হবার পরে প্রথমে সিরাজগঞ্জ ,বগুড়া ,পাবনা সহ আশেপাশের জেলায় আওয়ামী সমর্থকরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে। ওই আন্দোলনের ফলেই আওয়ামী লীগের তৎকালীন দাবি আদায়ে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়।
প্রতি বছর এই দিনটিতে হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ চত্বরে অবস্থিত নিহত শহীদের স্মৃতিসৌধে পুষ্পতবক অর্পণ করাসহ উপজেলার বেশ কিছু জায়গায় দোয়াও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।