শেরপুর নিউজ : বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু বলেছেন, বর্তমান সরকার হচ্ছে নারী বান্ধব সরকার। তাই সরকার পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে নানামুখী কাজ করে যাচ্ছে। বর্তমানে শিক্ষাদীক্ষায় কর্মক্ষেত্রে সব জায়গায় নারীরা তাদের কর্মদক্ষতার স্বাক্ষর রাখছে।
শুক্রবার (৮ মার্চ) বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রিপা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল। দিবসের শুরুতে একটি র্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।