সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / ছাত্রলীগের কর্মীরা দেশের সকল লড়াই সংগ্রামে সামনে সারিতে ছিল- সজীব সাহা

ছাত্রলীগের কর্মীরা দেশের সকল লড়াই সংগ্রামে সামনে সারিতে ছিল- সজীব সাহা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ এদেশের লড়াই সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ছয় দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ভুমিকা পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। লড়াই সংগ্রামে সবসময় সামনে থেকে আন্দোলন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। দেশের সকল দুর্যোগে ছাত্রলীগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রলীগ সবসময় প্রগতি ও উন্নয়নের জন্য অতীতের মতো কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। অতীতের মতো ছাত্রলীগকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। যারা এদেশকে তলাবিহীন ঝুড়ি বলে সম্বোধন করত, আজ তারাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে আখ্যায়িত করেন।

শুক্রবার বিকেলে বগুড়া শহরের ধরমপুরে পৌর ছাত্রলীগের ১৭নং ওয়ার্ডে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান গালিব প্লাবনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় ও কর্মী সভার উদ্বোধন করেন পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল সাব্বিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী রাসেল সোহাগ, সাধারণ সম্পাদক রাহাত আলী ডাবলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বির। কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সজীব আহমেদ, পৌর ছাত্রলীগের সহ সভাপতি শাফিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ শেখ, তন্ময় শেখ, দপ্তর সম্পাদক মেস্তফা আল মামুন, প্রচার সম্পাদক মোঃ হৃদয়, পৌর ছাত্রলীগ তাশরিফুর রহমান, মারুফ রাজ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা হুরাইরা আকন্দ, মোস্তাক আহমেদ মোরসালিন সহ আরও অনেকে।

Check Also

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পাচ্ছেন যারা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − one =

Contact Us