শেরপুর ডেস্ক: বর্তমান সময়ে আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। যদিও এই আলোচনার কারণ তার সিনেমা নয়, ব্যক্তিজীবন। মাহির দ্বিতীয় স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ নিয়েই যত আলোচনা বিনোদন পাড়ায়। এরইমধ্যে মাহি নতুন সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, আবার অভিনয়ে মনোযোগী হতে চলেছেন এ অভিনেত্রী। অথচ দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় জানিয়েছিলেন, তিনি আর অভিনয় করবেন না। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি। নির্বাচন আর সংসার জীবনের ব্যর্থ হওয়ার পরই সিদ্ধান্ত বদলেছেন মাহি।
সম্প্রতি এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক প্রস্তাব ছিল আমার কাছে। বড় নির্মাতা ও ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। আমি রাজি হলে অন্তত পাঁচটি ভালো সিনেমা করতে পারতাম। কিন্তু সেটা হয়ে ওঠেনি আমার কারণেই। বাছ-বিচার ছাড়াই সবাইকে ফিরিয়ে দিচ্ছিলাম। এখন ঘোর থেকে বাস্তবে ফিরেছি। ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেব না। এখন একের পর এক কাজ করতে চাই।’
তবে এবার অভিনয় করতে গিয়ে রাজনীতি থেকে অবসর নিচ্ছেন কী না তা জানতে চাইলে মাহি বলেন, ‘অভিনয় ও রাজনীতি সমান্তরাল চলবে। আমি প্রথমে কেন্দ্র থেকে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন সিদ্ধান্ত বদলেছি। আমার শৈশব-কৈশোরের তানোর থেকে রাজনীতিতে সক্রিয় হব। শুধু অভিনয় নয়, রাজনীতির ক্যারিয়ারও শূন্য থেকে শুরু করতে প্রস্তুত আমি।’
উল্লেখ্য, মাহিয়া মাহি ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।