শেরপুর ডেস্ক : আওয়ামী লীগ সরকারের বিদায় ছাড়া দেশ ও জনগণের মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
বুধবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় গিয়ে তারা খোঁজ-খবর নেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, ‘দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে।
রোজা রেখে ঠিকমত ইফতার পর্যন্ত করতে পারে না সাধারণ মানুষ। মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি নীতিগতভাবে বিশ্বাস করে, গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন-সেই আন্দোলন গণতান্ত্রিক হতে হবে।
অনেকে ঠাট্টা করে বলে আমরা না-কি রাস্তায় লিফলেট বিতরণ করি। কিন্তু এর চেয়ে গণতান্ত্রিক রাজনীতি আর হতে পারে বলে আমরা মনে করি না।’
জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার বলে মনে করেন তিনি। আর এই জন্যই বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেন মঈন খান।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।