শেরপুরনিউজ: স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি এই শ্লোগানে বগুড়ার শেরপুরে বিশ^ ভোক্তা অধিকার দিবস ২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ উপলক্ষ্যে শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ভোক্তার অধিকার ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সুমন জিহাদী, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, বীরমুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাহিদ আল মালেকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।