শেরপুন ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাসপাতালে দেখে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১ এপ্রিল) দুপুর ২টায় বিএনপির চেয়ারপার্সনকে দেখতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির এই দুই সিনিয়র নেতা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নেত্রীকে (খালেদা জিয়াকে) দেখার পর মির্জা ফখরুল ও মির্জা আব্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে দেখতে যান। এভারকেয়ারে চিকিৎসাধীন এই নেতার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তারা।
বিএনপির উচ্চপর্যায়ের সূত্র জানায়, সরকারের ওপর মহলের ক্রমাগত প্রত্যাখ্যানের মধ্য দিয়ে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর স্বাভাবিক কোনো পথ দেখা যাচ্ছে না। বিশেষ করে প্রত্যাখ্যাত হয়ে দল ও পরিবারে ন্যূনতম প্রত্যাশার জায়গাটিও নেই।
রবিবার (৩১ মার্চ) শেষ রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এক মাসে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হতে হলো সাবেক এই প্রধানমন্ত্রীকে।