সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / আবারো বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

আবারো বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

শেরপুর নিউজ ডেস্ক: আবারো বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। এবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামের মোঃ হাসেন আলীর ছেলে। মঙ্গলবার (৩ এপ্রিল) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সাইফুলসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এসময় ভারতের ১৫৯-বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই মারা যায়। তার মৃতদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে।

এদিকে ১৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন, তবে নিশ্চিত নন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

এর আগে ২৯ মার্চ লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরুলী চন্দ্র (৪৩) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলারের একশত গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

Check Also

৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক: থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

Contact Us