সর্বশেষ সংবাদ
Home / কৃষি / ‘খাদ্য উৎপাদন আরও বাড়িয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারেন কৃষকরা’

‘খাদ্য উৎপাদন আরও বাড়িয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারেন কৃষকরা’

শেরপুর নিউজ ডেস্ক: বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ খাদ্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। তিনি বলেছেন, ‘বেশি করে ফসল ফলিয়ে খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে। এর মধ্য দিয়ে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনে কৃষকরা ভূমিকা পালন করতে পারেন। এজন্য সব ধরনের সহযোগিতা দেবে সরকার।’

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায়-দুস্থ তিন হাজার ৩০০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘দরিদ্র মানুষেরা যেন ভালো করে ঈদ করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের আগে ভিজিএফ চাল দিচ্ছেন। এটা মানবিক উদ্যোগ। তাই জনগণের স্বার্থ রক্ষায় কাজ করলে শেখ হাসিনার সরকার দীর্ঘদিন মানুষের সেবা করার সুযোগ পাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. দুদু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব, উপজেলা আওযামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দে ভেবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামানসহ আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

Check Also

পাবনায় শিম চাষ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কৃষক

  শেরপুর নিউজ ডেস্ক: সারাদেশে সবজির চাহিদার একটি বড় অংশ পূরণ হয় পাবনার ঈশ্বরদী ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =

Contact Us