ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলা ইমাম মোয়াজ্জিন কল্যান সমিতির উদ্যোগে দুই দিন ব্যাপী ক্বিরাত সন্মেলন শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকালে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল হাই বারী, সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আবদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ৫৬০ মডেল মসজিদ নির্মাণ করেছেন। ইমাম মোয়াজ্জিনের জন্য প্রনোদনা দিয়েছেন। শেখ হাসিনার সরকার ইসলামের উন্নয়নের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষার মান বৃদ্ধি করছে। শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Check Also
শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন …