Home / উন্নয়ন / নান্দনিক বিপণিবিতান নির্মাণের উদ্যোগ

নান্দনিক বিপণিবিতান নির্মাণের উদ্যোগ

শেরপুর নিউজ ডেস্ক: গত বছর ঈদের আগ মুহূর্তেই রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড মার্কেটটি পুড়ে কয়লা হয়ে যায়। এতে অনেকে সব হারিয়ে পথে বসেন। সেই পোড়া মার্কেটে এবার নান্দনিক নগর বিপণিবিতান নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ৩৮৭ কোটি টাকা ব্যয়ে দশ তলাবিশিষ্ট বহুতল ভবনটিতে আধুনিক সব সুবিধা নিশ্চিত করা হবে। এরই মধ্যে বিপণিবিতানের নকশাও চূড়ান্ত হয়েছে। মোট ৩ হাজার ২১৩টি দোকান থাকছে নতুন বিপণিবিতানে। আগামী ৩ বছরের মধ্যে বিপণিবিতানটি গড়ে তুলবে ডিএসসিসি।

বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতানটি ১০৬ দশমিক ২৮ কাঠা জায়গার ওপর নির্মিত হবে। ভবনে মোট ৪টি ব্লক রাখা হবে। নতুন এই বিপণিবিতানে ১৬৯টি ব্যক্তিগত গাড়ি এবং ১০৯টি মোটরসাইকেল পার্কিং ব্যবস্থা থাকবে। এ ছাড়া থাকবে ৫টি সাধারণ সিঁড়ি এবং ৬টি অগ্নিপ্রস্থান সিঁড়ি। প্রতিটি দোকানের পরিমাণ হবে ৮০ থেকে ১১০ বর্গফুট। এ ছাড়া ২৫০ বর্গফুটের একটি খাবার দোকান থাকবে। প্রতিটি ব্লকের জন্য আলাদা করে ৪টি টয়লেট থাকবে। ডিএসসিসি সূত্রে জানা গেছে, বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে করপোরেশনের তালিকা অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে।

Check Also

আইটি সেক্টরে পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান হবে: পলক

শেরপুর নিউজ ডেস্ক: আইটি সেক্টরে পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে আশাবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =

Contact Us