শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার সদ্য কারামুক্ত বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (০৬ এপ্রিল) বিকালে শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ধনকুণ্ডি শাহানাজ সিরাজ উচ্চ বিদ্যালয় প্রাঙণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করে বলেন, আওয়ামীলীগ একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তাই আওয়ামীলীগকে আর কোন রাজনৈতিক দল না বলে সরকারি দল বলতে হবে। এই ফ্যাসিস্ট সরকার শুধু বিএনপি কেই ধ্বংস করতে ষড়যন্ত্র করেনি, দেশের সববিরোধীদল ও নেতাকর্মীদের ওপরে জুলুম নির্যাতন চালিয়েছে। তাদের দুঃশাসনে দেশের সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ভোটারবিহীন নির্বাচন করে জোর-জবরদস্তির মাধ্যমে রাস্ট্র ক্ষমতায় রয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা আলহাজ¦ গোলাম মাহবুব প্যারিস, আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, এমপি পুত্র আসিফ রব্বানী সানভি, পিয়ার হোসেন পিয়ার, আব্দুল মোমিন, জিএম মোস্তফা, জাহিদুর রহমান টুলু, ধুনটের বিএনপি নেতা আলিমুদ্দিন হারুন, কেএম এনামুল হক শাহীন, বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা কাওসার আহম্মেদ কলিন্স, যুবদল নেতা সাহাবুল করিম, আসাফুদ্দৌলা মামুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শেরপুর ও ধুনটের সদ্য কারামুক্ত বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। শেষে বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক এমপি আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজ ও অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা কারানির্যাতিত দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার করেন।