Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় কখন কোথায় ঈদ জামাত

বগুড়ায় কখন কোথায় ঈদ জামাত

শেরপুর নিউজ ডেস্ক: ঘরের দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর ২০২৪। মঙ্গলবার দেশের আকাশে চাঁদ না দেখায় বৃহস্পতিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। বগুড়ায় এবার ষোলো শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হব। এর মধ্যে বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে কেন্দ্রীয় বড় মসজিদে এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এতে ইমামতি করবেন বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী। এ ছাড়াও সকাল ৮টায় বগুড়া জিলা স্কুল মাঠে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ঈদের জামাত, সকাল ৯টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠেও ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জামিল মাদরাসায় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৬টায়। সুলতানগঞ্জ পাড়া ঈদগাহে (সত্যপীরতলা) ঈদগাহে সকাল ৮টায়, আলামিয়া তলা ঈদগাহে সকাল ৮টা, বৃন্দাবনপাড়া ঈদগাহে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টায়, মালতীনগর কেন্দ্রিয় ঈদগাহে সকাল ৭টা ৪৫ মিনিটে, ধাওয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে সকাল ৮টায়, ইসলামপুর হরিগাড়ি ঈদগাহে দুটি জামাত হবে, প্রথম জামাত হবে সকাল ৮ টায় দ্বিতীয় জামায়াত হবে সকাল ৯টায়।

নারুলী বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, মালগ্রাম –ছিলিমপুর ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, নিশিন্দারা কারবালা শাহী ঈদগাহে সকাল ৮টায়, ফুলবাড়ি ও উত্তর মধ্যেপাড়া গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, করোনেশন স্কুল ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা মাদরাসা ঈদগাহ, আশেকপুর ঈদগাহে সকাল সাড়ে ৭টায় এবং বেজোড়া দক্ষিণপাড়া ঈদগাহে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতরে বগুড়া জেলাজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের কাজ করছে।

সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কয়েক স্তরে নিরাপত্তা বলয় থাকবে। নারী পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের পুলিশও মাঠে মোতায়েন থাকবে। এ ছাড়া ঈদ ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন।

Check Also

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পাচ্ছেন যারা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =

Contact Us