শেরপুর নিউজ ডেস্ক: চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে আরও এক লাখ ২৪ হাজার টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি পাচ্ছে ৫০টি প্রতিষ্ঠান। এ বিষয়ে জানিয়ে আজ মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আমদানির অনুমতি পেতে যাওয়া এক লাখ ২৪ হাজার টন চালের মধ্যে সিদ্ধ চাল ৯১ হাজার টন এবং আতপ চাল ৩৩ হাজার টন। তবে আমদানির ক্ষেত্রে কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
এর মধ্যে রয়েছে আমদানিকারকদের আগামী ১৫ মের মধ্যে পুরো চাল দেশে বাজারজাত করতে হবে, এ চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে, বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) বা অনুমতি ইস্যু বা জারি করা যাবে না, আমদানির চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনরায় প্যাকেটজাত করা যাবে না বা এ চাল বিক্রি করতে হবে আমদানি করা বস্তায়।
এর আগে, গত ২১ মার্চ বেসরকারিভাবে ৮৩ হাজার টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৩০টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছিল সরকার।