শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ২০২৩-২৪ অর্থ বছরের রোপা আউশ ফসলের প্রণোদনা কর্মসুচির আওতায় আড়াই হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু।
এসময় শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসনে,্ উপজেলা কৃষি অফিসার মোছা. ফারজানা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার মো. আব্দুল হান্নান, পুলিশ পরিদর্শক মো. নুরুন্নবী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় রোপা আউশ ফসলের জন্য একজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামুল্যে দেয়া হচ্ছে। উপজেলায় সর্বমোট ২ হাজার ৫৭০ জন কৃষককে ১৭ লাখ ৫৪ হাজার ২৫ টাকার কৃষি উপকরণ বিনামুল্যে দেয়া হবে বলে জানা গেছে।