শেরপুর ডেস্ক: লিগ শিরোপা হারানো বায়ার্ন মিউনিখ পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে বাভারিয়ানরা। প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে বায়ার্নের অগ্রগামীতা ৩-২ ব্যবধানে।
আলিয়াঞ্জ অ্যারেনায় একমাত্র গোলটি করেন জসুয়া কিমিচ।
৬৩ মিনিটে তার করা গোল গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। এই ম্যাচে ক্লিনশট রেখে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ৫৮ ম্যাচে ক্লিনশিটের রেকর্ড গড়েছেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। ৫৭ ক্লিনশিট নিয়ে এত দিন শীর্ষে ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।
প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ নষ্ট করেছে। বলের দখল ছিল সমানে সমান। তবে ঘরের মাঠে আক্রমণে এগিয়ে ছিল বায়ার্নই। শেষ পর্যন্ত লক্ষ্যভেদ করে ম্যাচ জিতে নিয়েছে টমাস টুখেলের দল।