শেরপুর ডেস্ক: ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার দেশ দুটি এ নিষেধাজ্ঞা দেয়।
যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে জি সেভেন নেতারা একমত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গত ১৩ এপ্রিল ইসরায়েলে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরানের ড্রোন কর্মসূচি তথা রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে।
গত শনিবার রাতে ইসরায়েলে হামলা চালায় ইরান। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলায় কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহতের প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয়।
ইরান ৩০০টিরও বেশি ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করলেও এর বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মিত্রদের সহায়তায় ইসরায়েলি সামরিক বাহিনী বাধা দিতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে অনুমান করা হচ্ছে ইরান আগে থেকেই তাদের সতর্ক বার্তা দিয়েছিল। যদিও হোয়াইট হাউস এর সত্যতা অস্বীকার করেছে।