সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / মালয়েশিয়ায় বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা শুরু

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা শুরু

শেরপুর নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা দেওয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার এ সেবার উদ্বোধন করেন। দুজন তরুণ ও এক নবজাতককে আবেদন রসিদ প্রদানের মধ্যমে সেবা কার্যক্রম শুরু হয়।

কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ই-পাসপোর্টে ৩৮ ধরনের নিরাপত্তা কোড রয়েছে। এতে বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা বাড়বে। ই-পাসপোর্ট থাকলে ও বিমানবন্দরে স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলে নাগরিকেরা নিজে পাসপোর্ট স্ক্যান করে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এখন পর্যন্ত বাংলাদেশের ১ কোটি ৩০ লাখ নাগরিককে পাসপোর্ট দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা চালু করা হলো।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি জানান, দেশটিতে প্রায় ১৫ লাখ বাংলাদেশি বসবাস করেন। তাঁরা ই-পাসপোর্ট সেবায় উপকৃত হবেন।

ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম, মালয়েশিয়ায় উপহাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

 

Check Also

৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক: থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + five =

Contact Us