সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / মালয়েশিয়ায় বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা শুরু

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা শুরু

শেরপুর নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা দেওয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার এ সেবার উদ্বোধন করেন। দুজন তরুণ ও এক নবজাতককে আবেদন রসিদ প্রদানের মধ্যমে সেবা কার্যক্রম শুরু হয়।

কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ই-পাসপোর্টে ৩৮ ধরনের নিরাপত্তা কোড রয়েছে। এতে বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা বাড়বে। ই-পাসপোর্ট থাকলে ও বিমানবন্দরে স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলে নাগরিকেরা নিজে পাসপোর্ট স্ক্যান করে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এখন পর্যন্ত বাংলাদেশের ১ কোটি ৩০ লাখ নাগরিককে পাসপোর্ট দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা চালু করা হলো।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি জানান, দেশটিতে প্রায় ১৫ লাখ বাংলাদেশি বসবাস করেন। তাঁরা ই-পাসপোর্ট সেবায় উপকৃত হবেন।

ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম, মালয়েশিয়ায় উপহাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

 

Check Also

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের সঙ্গে পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন পাকিস্তানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us