শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ২০ তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হরি শংকর সাহা ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো। শনিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় শেরপুর সরকারি ডি জে হাইস্কুল চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধন করেন বগুড়া জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম। এরপর শেরপুর শহরে উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌর শহরের অন্তত ৪ শতাধিক নারী- পুরুষের এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা। এতে প্রধান অতিথিসহ আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ও বগুড়া কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, সদস্য সচিব কমল সিং প্রমুখ।
ম সম্মেলনের দ্বিতীয় পর্বে একই প্রতিষ্ঠান চত্বরে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই কাউন্সিল সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয় হরিশংকর সাহা ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির নাম ঘোষণা দেওয়া হয়।