Home / খেলাধুলা / ১৬০০ মিটার দৌড়ালেন শান্ত-মুশফিকরা

১৬০০ মিটার দৌড়ালেন শান্ত-মুশফিকরা

 

শেরপুর ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের ২৮ তারিখ বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আসন্ন এই সিরিজকে সামনে রেখে এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আগে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করছে টিম ম্যানেজমেন্ট।
শনিবার (২০ এপ্রিল) জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতির প্রথম পর্ব হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ১৬০০ মিটার দৌড়েছেন প্রায় ৩৫ ক্রিকেটার। তবে এই দৌড়ে অংশ নেননি তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাসকিন আহমেদের মতো তারকা ক্রিকেটাররা।

যেকোনো সিরিজের প্রস্তুতি সাধারণত মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে নেয় ক্রিকেটাররা। তবে এবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেওয়া হচ্ছে। ঘাসের মাঠের পরিবর্তে অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়েছেন ক্রিকেটাররা।

ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস গণমাধ্যমকে বলেন, ‘অ্যাথলেটিকস ট্র্যাক বেছে নেওয়ার পেছনে আসলে টাইমিংয়ের একটা বিষয় আছে। আমরা যদি আন্তর্জাতিকভাবে অনুসরণ করি তাহলে বেশ কিছু টেস্টিং মেথড আছে, আমরা আজ ১৬শ মিটার টাইম ট্রায়াল নিলাম। অ্যাথলেটিকস ট্র্যাকে যদি নেই, তাহলে প্রপার টাইমিংটা হয়। কারণ ওইভাবেই ক্যালকুলেট করা হয়। এটা ওদের কাছে নতুন মনে হয়েছে। সব মিলিয়ে ভালো।’

Check Also

বক্সিং শেষে কতো টাকা পেলেন টাইসন-পল

শেরপুর নিউজ ডেস্ক: কিংবদন্তী বক্সার মাইক টাইসন। তবে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন ৫৮ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 14 =

Contact Us