শেরপুর নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে আজ রোববার এ বছরের দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিস রোববার দুপুর ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করে। আবহাওয়া অফিস এ তাপমাত্রাকে ‘তীব্র তাপপ্রবাহ’ আখ্যা দিয়ে গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী তাপমাত্রা পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ঈশ্বরদীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে যা ঈশ্বরদীতে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা। ঈশ্বরদী ও আশেপাশের এলাকার ওপর দিয়ে ‘তীব্র তাপপ্রবাহ’ বয়ে যাচ্ছে।
এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে ঈশ্বরদীবাসী চরম দুর্ভোগে পড়েছেন। সকাল থেকে ‘আগুনের’ মত হালকা গরম হাওয়া ও রৌদ্রের প্রখরতায় হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে। দুপুর হতে না হতেই দমকা বাতাসের সঙ্গে ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে ওঠেছে জনজীবন।