সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ৫ ওভারেই ১০০ পার, ভেঙে গেল কেকেআরের রেকর্ড

৫ ওভারেই ১০০ পার, ভেঙে গেল কেকেআরের রেকর্ড

শেরপুর ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তাণ্ডব দেখালেন। প্রথমে ব্যাট করতে নেমে ৫ ওভারের মধ্যে ১০০ রান করে দিলেন তারা। পাওয়ার প্লে-তে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড ভেঙে দিল হায়দরাবাদ। আরও একটি রেকর্ড গড়লেন হেড।

এত দিন আইপিএলে পাওয়ার প্লে-তে সব থেকে বেশি রানের রেকর্ড ছিল কেকেআরের। ২০১৭ সালের প্রতিযোগিতায় চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে কেকেআরের দুই ওপেনার ক্রিস লিন ও সুনীল নারাইন ৬ ওভারে ১০৫ রান করেছিলেন। সেই রেকর্ড এই ম্যাচে ভেঙে গেল। হেড ও অভিষেক ৬ ওভারে তুললেন ১২৫ রান। খবর আনন্দবাজারের।

নিজেদের রেকর্ড ভাঙার পরে হায়দরাবাদের দুই ব্যাটারের প্রশংসা করেছে কেকেআরও। নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তারা সেই ম্যাচ ও এই ম্যাচের ওপেনারদের ছবি দিয়ে লিখেছে, অসাধারণ। কখনও ভাবতে পারিনি পাওয়ার প্লে-তে লিন ও নারাইনের রেকর্ড কেউ ভেঙে দেবে। হায়দরাবাদ, তোমরা এই মৌসুমে দুর্দান্ত খেলছ।

পাওয়ার প্লে-তে সর্বাধিক রান করলেন হেড। দিল্লির বিরুদ্ধে ৬ ওভার শেষে তার রান ২৬ বলে ৮৪। এত দিন এই রেকর্ড ছিল ডেভিড ওয়ার্নারের দখলে। ২০১৯ সালে কেকেআরের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ২৫ বলে ৬২ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ওয়ার্নারের সামনেই ভেঙে দিলেন হেড।

প্রথম বল থেকেই মারমুখী মেজাজে ছিলেন হায়দরাবাদের দুই ওপেনার। খলিল আহমেদের প্রথম ওভারে ওঠে ১৯ রান। পরের ওভারে ললিত যাদব দেন ২১ রান। তৃতীয় ওভারে আনরিখ নোখিয়া ২২ রান দেন। ললিতের পরের ওভারে আসে ২০ রান। পঞ্চম ওভারে বল করতে আসেন কুলদীপ যাদব। তিনিও ২০ রান দেন। পাওয়ার প্লের শেষ ওভারে মুকেশ কুমার দেন ২২ রান। পাওয়ার প্লে শেষে ১২৫ রানের মধ্যে হেড ৮৪ ও অভিষেক ৪০ রান করেন।

Check Also

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =

Contact Us