শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী ও হত্যা
মামলার রহস্য উদঘাটনাকারী হিসাবে নির্বাচিত শ্রেষ্ঠ এসআই
জামাল উদ্দীন। রবিবার (২২ এপ্রিল) বগুড়া জেলা পুলিশ লাইন্স অডিটরিয়ামে
মাসিক কল্যাণ সভায় এ সম্মননা প্রদান করা হয়।
জানা যায়, মাসিক কল্যাণ সভায় মার্চ/২০২৪ এর গুরুত্বপূর্ণ মামলার
রহস্য উদঘাটনকারী ও হত্যা মামলার রহস্য উদঘাটনাকারী হিসাবে বগুড়া
সদরের উপশহর পুলিশ ফাড়ির এসআই মুহাম্মদ জামাল উদ্দীন বিশেষ অবদান
রাখায় তাকে বগুড়া জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে
পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম ক্রেস্ট
প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন সদর থানা অফিসার ইনচার্জ
সাইহান ওলিউল্লাহ, পিপিএম।
মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও
পুলিশ সুপার পদে পদোন্নিত প্রাপ্ত আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার
(ডিএজবি) সুপার পদে পদোন্নিত প্রাপ্ত মোতাহার হোসেন প্রমুখ।
এ ব্যাপারে এস.আই জামাল উদ্দীন বলেন, পুলিশের মাসিক কল্যাণ সভায়
আমাকে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী ও হত্যা মামলার রহস্য
উদঘাটনাকারী হিসাবে শ্রেষ্ঠ এস.আই হিসাবে নির্বাচিত করায়
জেলা পুলিশ মহোদয়সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, থানা পুলিশ
কর্মকর্তাসহ সকলের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। সেই সাথে আমি
যাতে আগামীতে আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি সে জন্য
সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।