শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: চলমান দাবদাহে বগুড়ার শাজাহানপুর উপজেলার জানুপাগ্রামের মুঞ্জুরী বেগম (৫৫) নামের এক নারীর হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে। সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে তার মৃত্যু হয়।
উপজেলার চোপীনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান জানান, উপজেলার চোপীনগর ইউনিয়নের বড়পাথার জানুপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী ৬ সন্তানেরর জননী মুঞ্জুরী বেগম দাঁতের চিকিৎসা করাতে সোমবার সকাল ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান। চিকিৎসা নিতে সেখানে লাইনে দাঁড়িয়ে ছিলেন মুঞ্জুরী বেগম। প্রচন্ড গরম সহ্য করতে না পেরে একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন এবং মারা যান।
এছাড়াও এদিন বিকেলে রাবিয়া সুলতানা নামের এক শিশু হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। সে বগুড়া শহরের উপকন্ঠে বরোপুরের আব্দুর রহিমের মেয়ে।
শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেন জানান, চলমান দাবদাহের কারণে শিশু, বৃদ্ধসহ সব বসয়ী মানুষের নানা রকম স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে।