শেরপুর ডেস্ক: প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পদ্মশ্রী পদক নিয়ে দেশে ফিরেছেন। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৯৮ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
পদ্মশ্রী পদক নিয়ে দেশে ফেরায় তাকে সংবর্ধনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ সময় এয়ারলাইনসের পক্ষ থেকে রেজওয়ানা চৌধুরীকে বন্যা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে কেক কাটা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিততে প্রখ্যাত এই সংগীত শিল্পীকে শুভেচ্ছা স্মারকও (ক্রেস্ট) দেয়া হয়।
জনপ্রিয় সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা নিজের জীবনে গৌরবের আরেকটি অধ্যায় যোগ করেছেন। ভারত সরকার বাংলাদেশের বরেণ্য এই রবীন্দ্রসংগীত শিল্পীকে পদ্মশ্রী পদকে ভূষিত করে।
সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে পুরস্কারটি রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।