শেরপুর ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল খুব শিগগিরই ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। তার আগে অনেক ক্রিকেটবোদ্ধার মতো নিজের পছন্দের স্কোয়াড ঘোষণা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঞ্জরেকারের এ দলে নেই সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি ও আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। হার্দিকের পরিবর্তে মাঞ্জরেকার লক্ষ্নৌ জায়ান্টসে অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে বেছে নিয়েছেন। মাঞ্জরেকারও নিজের দলে কোহলিকে রাখেননি। অবশ্য কোহলিকে না রাখার কোন ব্যাখ্যা দেননি মাঞ্জরেকার।
দেশটির সাবেক ক্রিকেটারের বিশ্বকাপ দলে ওপেনার হিসেবে রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সাওয়ালকে। বিকল্প ওপেনার হিসেবে আছেন লোকেশ রাহুল। এছাড়া টপ অর্ডারে রয়েছেন সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদব। তবে নেই গত কয়েক বছর ধরে ফর্মের চূড়ায় থাকা শুভমান গিল। স্পিনারদের ক্যাটাগরিতে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।