Home / খেলাধুলা / টেনিসের হোয়াইট ব্যাজ পেলেন মাশফিয়া আফরিন

টেনিসের হোয়াইট ব্যাজ পেলেন মাশফিয়া আফরিন

শেরপুর ডেস্ক: যেকোনো বয়সভিত্তিক টেনিস টুর্নামেন্ট পরিচালনা করার জন্য বাংলাদেশ থেকে মাশফিয়া আফরিন সনদ পেয়েছেন। আইটিএফ থেকে হোয়াইট ব্যাজ পেয়েছেন তিনি। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন অনুমোদিত মালয়েশিয়া টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় মালয়েশিয়ার কোয়ালালামপুরে ২৪-২৮ এপ্রিল আইটিএফ হোয়াইট ব্যাজ স্কুল কোর্স অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া, ইরাক, ইরান, লেবানন, উজবেকিস্তান, ভারত, জাপান, ভিয়েতনাম, কাজাখস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও চায়না থেকে ১৪ দেশের ১৬ জন প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেন। হোয়াইট ব্যাজ স্কুলে বাংলাদেশের মাশফিয়া আফরিন কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হন। ফলে আইটিএফ কর্তৃক হোয়াইট ব্যাজ রেফারি হিসেবে স্বীকৃতি পেয়ে তিনি এখন দেশে কিংবা বিদেশের টেনিস কোর্টে আন্তর্জাতিক বয়সভিত্তিক টুর্নামেন্ট পরিচলনা করতে পারবেন।

বাংলাদেশে যেসব টুর্নামেন্ট হতো, সেগুলো পরিচালনার জন্য ভারত থেকে রেফারি আনতে হতো। মাশফিয়া আফরিন রেফারি হোয়াইট ব্যাজ পাওয়ায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের জন দুয়ার খুলল। শুধু তাই নয়, মাশফিয়া সিনিয়র মাস্টার্স টেনিসের খেলাও পরিচালনা করতে পারবেন।

Check Also

বক্সিং শেষে কতো টাকা পেলেন টাইসন-পল

শেরপুর নিউজ ডেস্ক: কিংবদন্তী বক্সার মাইক টাইসন। তবে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন ৫৮ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − thirteen =

Contact Us