Home / খেলাধুলা / হার দিয়ে মোস্তাফিজের আইপিএল শেষ

হার দিয়ে মোস্তাফিজের আইপিএল শেষ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল শেষ হওয়ার কথা ছিল একদিন আগেই তবে পরের দিনই চেন্নাইয়ের ম্যাচ থাকায় তার অনাপত্তিপত্রের মেয়াদ আরেকদিন বাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি এই পেসারের ইচ্ছে ছিল জয় দিয়ে আইপিএলকে বিদায় বলার তবে সেটি আর হলো না। আইপিএলে নিজের শেষ ম্যাচে পরাজয় স্বীকার করে নিতে হয়েছে কাটার মাস্টারের।

বুধবার (০১ মে) ফিজের কাছে জয়ের পাশাপাশি আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এককভাবে শীর্ষে ওঠার সুযোগ ছিল তবে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে মোস্তাফিজ এদিন ছিলেন উইকেটশূন্য। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে কিপটে বোলিংয়ে ৪ ওভারে ১ মেডেনে ২২ রান দিলেও কোন উইকেট পাননি বাঁহাতি এই পেসার। তার দল চেন্নাই সুপার কিংসও ১৬২ রানের পুঁজি নিয়ে ১৩ বল আগে ৭ উইকেটে হেরেছ।

১৬৩ রানের টাগের্টে মোস্তাফিজকে তৃতীয় ওভারে বোলিংয়ের আনেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। শুরুটা ভালোই করেন তিনি পাওয়ার প্লের দুই ওভার হাত ঘুরিয়ে ১৩ রান দিয়ে উইকেট না পেলেও চাপে রেখেছিলেন ব্যাটারদের।

এরপর ম্যাচের ১৫তম ওভারে যখন বোলিংয়ে আসলেন ততক্ষণে ম্যাচে চেন্নাইয়ের জয়ের কোন আশাই নেই। রাইলি রুশো ও জনি বেয়ারস্টোর ঝড়ো ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তে তখন পাঞ্জাব। মোস্তাফিজের তৃতীয় ওভারের সময় পাঞ্জাবের দরকার মাত্র ২৮ রান হাতে ৬ ওভার।

ফিজ অবশ্য বোলিংয়ে এসে আক্রমণাত্মক ব্যাটার শাশাঙ্ক সিংয়ের কাছ থেকে মেইডেন নেন। তার স্লোয়ার ও কাটারে রীতিমতো চোখে শর্ষে ফুল দেখছিলেন শাশাঙ্ক।

তবে ততক্ষণে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছে চেন্নাই। নিজের শেষ ওভারে মোস্তাফিজ কোনো বাউন্ডারি হজম না করলেও ৪ ওয়াইড দিয়ে ব্যবধান আরো কমিয়েছেন। তারপরও ৪ ওভারে ২২ রান দিয়ে মোস্তাফিজ ছিলেন চেন্নাই বোলারদের মধ্যে সেরা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে চেন্নাই। দুই উদ্বোধনী ব্যাটার রাহানে ও ঋতুরাজ গায়কোয়ড়ি ৮.২ ওভারে ৬৪ রান তোলেন। তবে এরপর ৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একমাত্র গায়কোয়াড় বলার মতো ৪৮ বলে ৬২ রান করেন। তবে তাদের রান তোলার ধীরগতিতে বড় স্কোর থেকে দূরে সরে যায় চেন্নাই। শেষ দিকে ধোনির ১৪ রানে ১৬২ রানের লড়াকু পুঁজি পায় চেন্নাই। শেষ বলে ২ রান নিতে গিয়ে রান আউট হন ধোনি। এবারের আইপিএলে এবারই প্রথম আউট হন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

উল্লেখ্য আইপিএলে নিজের প্রথম আসরে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে নেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জেতাতে বড় ভূমিকা ছিল তার ১৭ উইকেটের। আইপিএলে এখন পর্যন্ত এটাই তার সেরা সাফল্য। তবে এবার পুরো মৌসুম খেলতে পারলে নিশ্চিতভাবেই আগের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারতেন। কিন্তু জাতীয় দলের সিরিজ থাকায় তাকে ফেরত আনছে বিসিবি। বৃহস্পতিবারই তার দেশে ফেরার কথা রয়েছে।

Check Also

বক্সিং শেষে কতো টাকা পেলেন টাইসন-পল

শেরপুর নিউজ ডেস্ক: কিংবদন্তী বক্সার মাইক টাইসন। তবে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন ৫৮ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 12 =

Contact Us