Home / খেলাধুলা / গুরুত্বপূর্ণ মোস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা

গুরুত্বপূর্ণ মোস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা

শেরপুর নিউজ ডেস্ক: অনেকদিন ধরেই নিজেকে খুঁজে ফেরা মোস্তাফিজের জন্য এবারের আইপিএল অভিযাত্রাটি মনে রাখার মতো। ১৪টি উইকেট নিয়ে যৌথভাবে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গত রাতে দেশেও ফিরে এসেছেন। চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি গায়ে আরও একবার বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করে এসেছেন কাটার মাস্টার। হাতে দুটো সিরিজ থাকলেও মোস্তাফিজের বোলিংয়ের এই ধার বাংলাদেশের বড্ড প্রয়োজন হবে বিশ্বকাপ মঞ্চে।

আইপিএলের চলতি মৌসুমে চেন্নাইয়ের হয়ে ৯টি ম্যাচ খেললেন ফিজ। আসরে তার ইকোনমি ৯.২৬, গড় ২২.৭১। ৩৪.২ ওভার বল করে ১৪ উইকেট শিকার করতে রান দিয়েছেন ৩১৮টি। সেরা বোলিং ২৯ রান খরচায় ৪ উইকেট। ২০১৬ সালের অভিষেক আসরে ১৭ উইকেট নিয়ে হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার। সানরাইজার্স হায়দরাবাদকে জেতান শিরোপা। ২০২১ মৌসুমে রাজস্থানের জার্সিতে ১৪ ম্যাচে ১৪ উইকেট নেন। নৈপুণ্য ও কার্যকারিতা বিবেচনায় এবারের মৌসুমটিই একজন পরিণত ও দলগতভাবে কৌশলী পেসার মোস্তাফিজের পরিচয় বহন করে।

দেশে ফিরে এলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচে বিশ্রাম পেয়েছেন। টানা খেলার ফলে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে দিন কয়েক তাকে খেলার বাইরে রাখছে বিসিবি। ফিজকে দেখা যাবে চতুর্থ ও পঞ্চম ম্যাচে খেলতে। এরপর যুক্তরাষ্ট্র সিরিজও রয়েছে। আইপিএল থেকে লব্ধ এবারের অভিজ্ঞতার সুফল বাংলাদেশ বিশ্বকাপের বড় মঞ্চে পাবে বলে মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চট্টগ্রামের সংবাদ সম্মেলনে গতকাল শান্তকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘অবশ্যই, (ফিজের আইপিএল অভিজ্ঞতা) অনেক কাজে দেবে। যে পরিবেশে ও খেলল, অনেক বড় টুর্নামেন্ট। ওখানে ভালো উইকেটে বড় ব্যাটারদের বিপক্ষে ভালো বোলিং করেছে। ওই আত্মবিশ্বাস নিয়ে সে আসবে। এখানেও একই পারফরম্যান্স করতে পারলে দল অনেক এগিয়ে যাবে। মোস্তাফিজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

মোস্তাফিজ নিয়ে আসবেন শান্তর জন্য আরও একটি জ্ঞান। প্রতিপক্ষ বিবেচনায় বোলিং শক্তি কীভাবে প্রয়োগ করতে হয় সেটি চেন্নাই ও ধোনির কাছ থেকে শেখার সুযোগও যে হয়েছে মোস্তাফিজের। ২০১৯-এ সাকিব আল হাসানের পর এবারের বিশ্বকাপে তাই নিজেকে প্রমাণের পালা কাটার মাস্টারের।

Check Also

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =

Contact Us