সর্বশেষ সংবাদ
Home / স্বাস্থ্য / গরমের সাজগোজ

গরমের সাজগোজ

শেরপুর ডেস্ক:গ্রীষ্মের রোদে মানুষের জীবন অতিষ্ঠ। অথচ এ গরমের দোহাই দিয়ে কিন্তু বাদ থাকছে না কোনো উৎসব আয়োজন। আজ এই বন্ধুর বিয়ের দাওয়াত তো কাল সেই আত্মিয়য়ের বাড়িতে ডিনার। আর গরম লাগছে বলে তো কোথাও না সেজেগুজে যাওয়া যাবে না। যেকোনো ভাবেই হোক নারী নিজেকে একটু সাজসজ্জায় পরিপাপাটি করে রাখেন

এছাড়া অনেকের পেশাগত কারণেও মেকআপ করে একটু সেজেগুজে পরিপাটি লুকেই থাকতে হয়। কিন্তু এই গরমে মেকআপ করা এবং সারা দিন ধরে রাখা দুটোই যেন কষ্টসাধ্য ব্যাপার। তাই এর সঠিক নিয়ম অনুসরণ করা জরুরি। আর গরমকালে নারীর সাজ-সজ্জা নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন বিউটি এক্সপার্ট পন্নি খান। যেকোন সময় সাজসজ্জার ক্ষেত্রে প্রথমেই মনে রাখতে হবে ‘আবহাওয়া যেমনই হোক, মেকআপ করার আগে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন লাগাতেই হবে।
কারণ স্কিন যদি ময়েশ্চারাইজড থাকে, তবে আলাদা করে তেমন কিছুই করা লাগে না। ময়েশ্চারাইজার স্কিনকে আর্দ্রতা দিয়ে থাকে।

গরমে যতটা সম্ভব হালকা মেকআপ ব্যবহার করতে হবে। এছাড়া গরমে মেকআপ করার আগে ত্বকে বরফের টুকরো ঘসে নিতে হবে, গরমের কারণে অনেকের নাকের পাশে তেল জমে থাকে। বরফ দিয়ে ম্যাসাজ করার ফলে ত্বকের তৈলাক্ত ভাব অনেকটা কমে যায়।
উৎসবের দুই দিন আগে ফেসিয়াল করে নেয়া যেতে পারে, এতে মেকআপ খুব সহজে মিশে যাবে। এরপর প্রাইমার ব্যবহার করতে হবে, প্রাইমার দীর্ঘ সময় মেকআপ ধরে রাখতে সাহায্য করে।
এই গরমে নিত্যদিনের মেকআপে ফাউন্ডেশন যতটা সম্ভব এড়িয়ে যাওয়াই ভালো। ফাউন্ডেশনের বিকল্প বিবি ক্রিম ব্যবহার করা যেতে পারে। এরপর কনসিলার দিয়ে স্পট, ডার্ক সার্কেল ঢেকে দিয়ে ফেস পাউডার ব্যবহার করতে হবে।
মনে রাখতে হবে গরমে মেকআপে সবচেয়ে অপরিসীম হচ্ছে ফেস পাউডার, কারণ এটি মুখের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে থাকে।
তীব্র গরমে চোখে ভারী মেকআপ না করাই ভালো। চোখের লিডে হালকা ব্রাউন কালার আইশ্যাডো দেয়া যেতে পারে, কারণ ব্রাউন আইশ্যাডো সব রঙের পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। গরমে ক্রিম অ্যাইশ্যাডো এড়িয়ে চলা উচিত, এর বদলে পাউডার বেসড অ্যাইশ্যাডো ব্যবহার করা যেতে পারে।

গরমে খুব হালকা সাজ হিসেবে চোখে ভারী করে মাশকারা ও ঘন কাজল দিয়ে সাজের ইতি টানা ভালো।
চোখের নিচে ভারী কাজল এখন বেশ ট্রেন্ডি। অবশ্যই মাশকারা দেয়ার আগে আই ল্যাশে একটু পাউডার ব্যবহার করে নিতে হবে, এতে ঘেমে গেলেও মাশকারা ছড়িয়ে যাবে না।
ঠোঁটে হালকা রঙের লিপস্টিক ব্যবহার করতে হবে। লিপস্টিক ব্যবহার করার আগে লিপ প্রাইমার ব্যবহার করে নিতে হবে। গরমে সিমারি লুক এড়িয়ে যেতে হবে, কারণ সিমারি মেকআপ খুব সহজে গলে যায়।
গরমে পাউডারজাতীয় মেকআপ দিয়ে ম্যাট লুক দিতে হবে, এতে অনেক সময় মেকআপ তরতাজা থাকে। মেকআপের মধ্যে অবশ্যই ওয়াটার স্প্রে ব্যবহার করতে হবে, এতে পুরো সাজ অনেক ফ্রেশ দেখাবে।
সবশেষে হালকা পাউডার ব্লাশন গালে ও নাকে দিয়ে শেষ করে নিতে হবে সাজ। সামান্য ব্লাশন একটি সম্পূর্ণ মেকআপ লুক দেবে।
তবে এক্ষেত্রে বেইস মেকআপ ও আই লুক শেষ করে সেটিং স্প্রে দিতে হবে, এটি মুখে মেকআপের পাউডারি ভাব দূর করে এবং সারা দিন সাজ ধরে রাখতে সাহায্য করবে। সাজ শেষ করে মুখ থেকে ৮-১০ ইঞ্চি দূরে থেকে স্প্রে করে নিলেই সারা দিন নিশ্চিত থাকা যাবে।

গরমে ওয়াটার প্রুফ পণ্য ব্যবহার করা উচিত। এতে ঘেমে গেলেও মেকআপ গলে যাওয়ার ভয় থাকবে না। ভালো করে দেখে নিজের ত্বকের জন্য উপযুক্ত প্রসাধনী বেছে নিতে হবে। আর সারা দিন পর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মেকআপ তোলা, অনেকেই ঠিকমতো মেকআপ না তুলে ঘুমিয়ে পড়েন, যা ত্বকের জন্য খুব ক্ষতিকারক।
মেকআপ মুখে থেকে গেলে ব্রণ, লাল লাল র‌্যাশ দেখা দিতে পারে। মেকআপ তুলতে হবে আলতো হাতে, খুব বেশি ঘষা যাবে না। আজকাল অনেক ধরনের মেকআপ রিমুভার পাওয়া যায়।
গরমে ফ্রিজের ঠান্ডা পানি খাচ্ছেন?গরমে ফ্রিজের ঠান্ডা পানি খাচ্ছেন?
তাছাড়া ঘরোয়া পদ্ধতিতেও তোলা যায় মেকআপ। নারিকেল তেল খুব সহজে মেকআপ তুলে ফেলে, তাই নারিকেল তেল দিয়ে মেকআপ তুলে এরপর তুলো দিয়ে শসার রস ব্যবহার করতে হবে। শসার রস টোনার হিসেবে কাজ করে।
মেকআপের শুরুতে যেমন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়, ঠিক তেমন করে মেকআপ তুলে ফেলার পরও ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

Check Also

ঋতু পরিবর্তনে বাড়ছে সর্দি-জ্বর-কাশি

শেরপুর নিউজ ডেস্ক: প্রকৃতিতে আসি আসি করছে শীত। ঋতু বদলের এই সময়টাতে ধুলাবালি বেশি থাকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − 1 =

Contact Us