Home / বিনোদন / শাবনূর বললেন, আমি অভিনয় শ্রমিক

শাবনূর বললেন, আমি অভিনয় শ্রমিক

 

শেরপুর ডেস্ক: দীর্ঘ সময়ের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার একসময়ের দাপুটে নায়িকা শাবনূর। ইতিমধ্যেই তিনি বেশ ক’টি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন। আর এর কাজে অংশ নিতে সুদূর অস্ট্রেলিয়ায থেকে দেশেও ফিরেছেন নব্বইয়ের দাপুটে এই অভিনেত্রী। গেল ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে এসেছিলেন শাবনূর। আর তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সহকর্মীরা।

এদিকে গত বুধবার ছিল মহান মে দিবস। নানা আয়োজনে বিশ্বজুড়ে পালিত হয়েছে দিবসটি। এদিন শ্রমিকদের নিয়ে কথা বলেছেন শোবিজ অঙ্গনের অনেক তারকারা। নিজেকে অভিনয় শ্রমিক দাবি করে এক ফেসবুক পোস্টে শাবনূর লিখেছেন, ‘আমি নিজেকে একজন অভিনয় শ্রমিক বলে মনে করি। একটি সৃষ্টিশীল ভালো কাজ করতে গেলে আমাদের শিল্পীদের প্রচুর শ্রম দিতে হয়। প্রায় সময় প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতে এবং বৈরী আবহাওয়ার মধ্যে রাতদিন আমাদের কাজ করে যেতে হয়। তাই শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারি।’

তিনি আরও বলেন, ‘শ্রম ও শ্রমিক ছাড়া উৎপাদন, সমৃদ্ধি সম্ভব নয়। আধুনিক বিশ্ব গঠনে তাদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অবদানকে স্বীকার করে তাদের অর্জনকে সম্মান জানাতে হবে। মেহনতি মানুষদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ ও সামগ্রিক অবস্থার যাতে উন্নতি হয় সেদিকে সবার বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন।’

সবশেষ শাবনূর লিখেছেন, ‘মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’

Check Also

সৌদি আরবে ফ্যাশন শো,ক্ষোভ তুঙ্গে

শেরপুর নিউজ ডেস্ক: সৌদি আরবের সাম্প্রতিক একটি ফ্যাশন শো নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। বিবিসির প্রতিবেদনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − four =

Contact Us