শেরপুর ডেস্ক: বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দক্ষতার সঙ্গে বি-টাউনে কাজ করে যাচ্ছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও এখন নিয়মিত তিনি। এ বছরের মার্চে তার মহারানী সিরিজের তৃতীয় সিজন প্রকাশ পায়। এবার ওটিটিতে আসছে তার ওয়েব ফিল্ম গুলাবি। খবর : ইন্ডিয়া টুডে
নারীকেন্দ্রিক গল্পে নির্মিত এই সিনেমার শুটিং সম্প্রতি শেষ হয়েছে। কাজের অভিজ্ঞতা নিয়ে হুমা বলেন, ‘গল্পটি যখন নারী দিবসে আমার কাছে আসে, তখনই কাজটি করার জন্য আমি রাজি হয়ে যাই। কারণ গল্পে যেমন চ্যালেঞ্জিং চরিত্র রয়েছে, তেমনই সমাজের জন্য দারুণ কিছু বার্তা রয়েছে, যা নারী-পুরুষ সবার জানা জরুরি। এমন একটি ওয়েব ফিল্মে অভিনয় করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। সম্প্রতি এর কাজ শেষ হয়েছে। শেষের দিন আমরা যে গ্রামে শুট করেছি, সেখানের প্রায় ৩০০ আর্টিস্ট ছিলেন। শেষের দিনের শুটিং সম্পন্ন করার পর আমরা সবাই খুব আবেগপ্রবণ হয়ে যাই। দুর্দান্ত একটি অভিজ্ঞতা হয়েছে।’
এ সিনেমায় হুমা একজন অটোরিকশাচালকের চরিত্রে অভিনয় করছেন। যে গ্রামের নারীদের এমন পেশায় উৎসাহ করবে। সাহস জোগাবে নিজের পায়ে দাঁড়ানোর। চালকের আসনে বসে তিনি দেখাবেন নারীদের সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন।
জিও স্টুডিও ও এচেলন প্রোডাকশনের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন ভিপুল মেহতা। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে।