শেরপুর ডেস্ক: আবার বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু। চলতি মাসের মাঝামাঝি তার এ সফর হবে বলে জানা গেছে। ১৪ ও ১৫ মে তিনি ঢাকায় অবস্থান করতে পারেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিভিন্ন বিষয় দেখভাল করা ডেস্কের দায়িত্বে থাকা ডোনাল্ড লুর সফর ঘিরে দেশে বরাবরই আলোচনা হয়। এর মধ্যে নির্বাচন ও নিষেধাজ্ঞা ইস্যুতে তার ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ ছিল সবচেয়ে বেশি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে নতুন সংসদ নির্বাচন ও সরকার গঠনের পর ডোনাল্ড লুর এটাই প্রথম ঢাকা সফর। তাই দুই দেশের কর্মকর্তা পর্যায়ে এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। সর্বশেষ নির্বাচনের আগে তিনি সব দলকে সংলাপে অংশগ্রহণের চিঠি লিখে ছিলেন। অবশ্য নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের পর এখন পাল্টে গেছে চিত্র। বাংলাদেশের সঙ্গে নির্বাচন-পূর্ব ও পরবর্তী আচরণে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। বর্তমান সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক পেয়েছে নতুন মাত্রা। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই। ডোনাল্ড লুর এবারের ঢাকা সফরেও দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন বিস্তার নিয়ে আলোচনা হবে। সর্বশেষ গত মার্চে স্বাধীনতা দিবসে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে ডোনাল্ড লু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রশংসা করেন। তার আগে বাংলাদেশের নির্বাচনের পর প্রথম মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখার, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহকারী প্রশাসক মাইকেল শিফার। এইলিন লুবাখার ঢাকা সফরে এসে বলেছেন, সম্পর্ক এগিয়ে নিতেই মার্কিন প্রতিনিধিদল এ সফর করছে। তার আগে নির্বাচনের পরপরই নতুন করে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন চিঠি লিখেছিলেন। বাইডেন তার চিঠিতে লেখেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাসী অর্থনৈতিক লক্ষ্যগুলোতে সমর্থন করে। একই সঙ্গে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।
Check Also
বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র
শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, বাংলাদেশে আগের সরকারের সময় …